
ডেস্ক: জাতীয় শোক দিবসে এবার জন্মদিন পালন করেননি ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া। তার এ সিদ্ধান্তের মাঝে অনেকে ‘রাজনৈতিক উদারতা’ দেখলেও, তাদের সাথে একমত নন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান শিবির নেতা ছিলেন বলে দাবি করছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা। মঙ্গলবার নিউজনেক্সটবিডি ডটকম’কে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন তিন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই চিঠি পাঠায়।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগার আধুনিকায়নের (ডিজিটাল ও ই-গ্রন্থাগারে রূপান্তর) লক্ষ্যে গণগ্রন্থাগার অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার ও ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।
বিশ্বজুড়ে তুরস্কের প্রায় তিনশ কূটনীতিকের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে ঢাকায় তুর্কি দূতাবাসে কর্মরত তিনজনকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সন্দেহে থাকা এক কূটনীতিক দম্পতি তুরস্ক গিয়ে পরে অন্য দেশে চলে গেছেন।
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর সন্দেভাজন খুনী কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা ভারতে ধরা পড়েছে এমন খবরের ভিত্তিতে প্রতিবেশি দেশটিতে যোগাযোগ করার জন্য পুলিশ সদর দফতরকে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাঁচ দিনের সরকারি সফরে দিল্লি গেছেন। মঙ্গলবার জেট এয়ার ওয়েজ-এর একটি ফ্লাইটে তিনি দিল্লি যান। দিল্লিতে পৌছানোর পর ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।
সম্পাদনা: সজিব ঘোষ