
ঢাকা: ২০১৬ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে শিক্ষার্থীরা জিপিএ’র পাশাপাশি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা জানতে পারবেন।
# দীর্ঘকাল আগে থেকেই জাপান ও বাংলার সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে বর্তমান জাপানের চিত্রকলায়ও এর ছাপ পাওয়া যায়। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারে ‘জাপান ও বাংলার সাংস্কৃতিক সম্পর্ক’ বিষয়ে বক্তৃতায় এসব কথা বলেন চিত্রশিল্পী কাজী গিয়াসউদ্দিন।
# ‘অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন দেশ গড়তে শিক্ষার সঙ্গে সংস্কৃতির সংমিশ্রণ ঘটাতে হবে। নতুন প্রজন্মকে পুর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিশুদের মধ্যে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে।’ বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
# পরিবেশবান্ধব উপায়ে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য উৎপাদন বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনের চামেলী হাউজে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
# টালিউডের পর এবার বলিউডে পা রাখলেন জনপ্রিয় নায়ক নিরব। ‘বালা’ নামের চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশর এই অভিনেতা। ছবিটি পরিচালনা করছেন বলিউডের পরিচালক ফয়সাল সাইফ। নিরবের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় কন্নড় ও বলিউড অভিনেত্রী কবিতা রাধ্যেশাম।
প্রতিবেদক-ময়ূখ ইসলাম, সম্পাদনা-জাহিদুল ইসলাম