
ঢাকা: হঠাৎ বিস্ফোরণ। চারিদিকে ছুটাছুটি। একের পর এক গ্রেনেড হামলা। মুহূর্তেই বয়ে গেলো রক্তের বন্যা। কিছু বুঝে ওঠার আগেই শরীরের অঙ্গ খশে পড়লো অনেকের। তখন চারদিকে শুধুই লাশ আর কান্নার আহাজারি। বলছি ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায় ২১ আগস্টের কথা।
# একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্তদের মধ্যে ১৯ জন আসামি এখনো পলাতক রয়েছে। এ অবস্থার মধ্যেই ২০০৪ সালে বিএনপি-জামায়াত শাসনামলে বর্বোরোচিত ও ভয়াবহ গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী পালিত হবে রোববার।
# মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তার মালিক হবেন মুক্তিযোদ্ধারা।
# শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নয় আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
# পশ্চিমবঙ্গের খাগরাগড়ে দুই বছর আগে ঘটা এক বিস্ফোরণের বিচার শুরু হয়েছে।ভারতের সন্ত্রাস তদন্ত সংস্থা ন্যশানাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এন আই এ-র এক বিশেষ আদালতে রুদ্ধদ্বার কক্ষে শনিবার বিচার শুরু হয়।খবর বিবিসির।
# বেশ কিছুদিন আগেই ঘোষণা দেয়া হয়েছিল আগস্ট মাসের যে কোনো শুক্রবার ‘আয়নাবাজি’ ছবিটি মুক্তি পাবে। সে অনুযায়ী যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু হঠাৎ করেই পিছিয়ে গেল ‘আয়নাবাজি’ ছবিটির মুক্তিকাল।
# রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্য, তবুও কিছু কিছু রেকর্ড হয় যা সারা জীবনের জন্য টিকে যায়। উসাইন বোল্টের ৯টি অলিম্পিক সোনা জয়ের রেকর্ডও হয়তো ভাঙবে না কখনো। বোল্ট নিজেও অবসরের ঘোষণা দিয়ে বলেছেন, তার রেকর্ড ভাঙা কারো পক্ষেই হয়তো সম্ভব হবে না।
প্রতিবেদন: হাসান জিহাদ, সম্পাদনা-জাহিদুল ইসলাম