সংবাদ সংক্ষেপ: সর্বশেষ

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অবশ্যই উচ্চাভিলাষী।তবে গত ৭ বছরের অভিজ্ঞতায় আমি জানি, রাজস্ব প্রশাসনে অনেক নতুন জনবল যুক্ত হয়েছে। এ সময়ে রাজস্ব কর্মকর্তাদের মধ্যে দক্ষতারও সৃষ্টি হয়েছে। রাজস্ব কর্মকর্তাদের যে দক্ষতা আছে, তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে তারা সক্ষম হবেন বলে আশা করছি।’ শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
- চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নে নির্বাচনী সংর্ঘষে মোহাম্মদ ফারুক নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল তিনটায় দুই পক্ষের সংর্ঘষে গুরুতর আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
- সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সিংহাসনে আরোহনের পর এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সৌদি আরব সফর।
- ভারত থেকে কেউ যেন অবৈধভাবে গরু আনতে না পারে সেজন্য সীমান্তবর্তী বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ীদের সচেতন করার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, প্রতিবেশি ভারত থেকে অবৈধ পথে গরু আনা বন্ধ হলে, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাও বন্ধ হয়ে যাবে।
- বর্তমান সরকারের মন্ত্রিসভায় গৃহীত ৮১ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। অর্থবিভাগ প্রণীত ‘মধ্য মেয়াদী বাজেট কাঠামো ২০১৬-১৭ হতে ২০১৮-১৯’ শীর্ষক এক গ্রন্থে এই তথ্য জানানো হয়েছে।
- পশ্চিম ইউরোপীয় দেশ ফ্রান্স এবং জার্মানিতে মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসে কিছু রেল এবং মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
- পশ্চিম ইউরোপীয় দেশ ফ্রান্স এবং জার্মানিতে মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসে কিছু রেল এবং মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
- হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউডের দুই প্রভাবশালী ‘খান’ শাহরুখ ও সালমানের বিরুদ্ধে মামলা করলেন দিল্লীর এক উকিল। অ্যাডভোকেট গৌরব গুলাতি এমন অভিযোগ এনে দিল্লির আদালতে মামলাটি দায়ের করেন। বলিউডের এ দুই সুপারস্টারের বিরুদ্ধে আনা অভিযোগটি আদালত আমলে নিয়েছে বলেও জানা গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই/টিএস