সংবাদ সংক্ষেপ: সর্বশেষ

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপের ফলাফল ঘোষণা চলছে। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা যথারীতি এগিয়ে রয়েছে। ৬৯৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার ৩২১ জন প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের ৫৩ জন প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র ১৮৪ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
- বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই আওয়ামী লীগ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে দেশটির অন্যান্য প্রদেশ এবং এ দেশের ‘কার্যকর কানেকটিভিটি জোরদারে আন্তরিকভাবে কাজ করছে’ বাংলাদেশ সরকার। শনিবার সে দেশের ব্যবসায়ীদের এমনটাই জানিয়েছেন সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত এক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
- বিশ্ব পরিবেশ দিবস রোববার। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে ৫ জুন এ দিবস পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ বণ্যপ্রাণী ও পরিবেশ , বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ।’
- বিদুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর সেবার মান নিয়ে সন্তুষ্ট নন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘জনগণের কাছে সেবা নিয়ে যেতে হবে – এই মানসিকতা বিতরণ কোম্পানিগুলোর মাঝে এখনো সেভাবে দেখা যাচ্ছে না।’ শনিবার রাজধানীর রেডিসন হোটেলে এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
- ব্যাপক সহিংসতা ও প্রাণহানীর পরও অতীতের যে কোনো বারের চেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, আগের যে কোনো বারের চেয়ে ভালো নির্বাচন হয়েছে। প্রথম পর্বে যেভাবে শুরু হয়েছিল, এখন তার চেয়ে ইমপ্রুভ হয়েছে। সামগ্রিকভাবে আমার মনে হয় ভালো নির্বাচন করা গেছে।
- সবসময়ের সেরা ক্রীড়াবিদ বলা হয় তাকে। অথচ সময়ের মারপ্যাঁচে আজ নিজেই তিনি আড়াল নিলেন সময়ের। কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলি মৃত্যুকে বরণ করে নিতে ৭৪ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। এই ক্রীড়াবিদের বিদায়ে শোকের ছায়া নেমে এসছে ক্রীড়াবিশ্বে। এমনকি খেলোয়াড়ি জীবনের ‘প্রিয়’ প্রতিপক্ষরাও আজ চোখের পানি ফেলছেন তার মৃত্যুতে।
- বাংলাবর্ষের ‘মধুমাস’ জৈষ্ঠের সাথে দেখা হচ্ছে হিজরী মাস রমজানের। প্রবাদে আছে ‘খাবারের আগে জল, পরে ফল।’ তাই সারাদিন রোজা রেখে ইফতারে নানা মুখরোচক খাবারের সাথে— এ বছর জনপ্রিয়তা পাবে আম-জাম-কাঠালের মতো অনেক মৌসুমি ফলও। তাই ঢাকা শহরের সকল চেইনশপ, কাঁচাবাজার, ফুটপাত ও সড়কের অলিতে-গলিতে জমে উঠেছে হরেক রকমের ফলের দোকান। পুরনো ঢাকার শ্যামাবাজার এলাকা ঘুড়ে এসে ছবিতে ফলের বাজার সম্পর্কে জানাচ্ছেন নিউজনেক্সটবিডি ডটকম-এর ফটোগ্রাফার জীবন আহমেদ।
- আর মাত্র ছয় দিন, এরপরই মাঠ গড়াবে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ১২ দল নিয়ে টূর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হয়। আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস