সংবাদ সংক্ষেপ: সর্বশেষ

ডেস্ক: ধর্মের দোহাই দিয়ে ‘মিশন ২০ জুলাই – ঘোষণা করে যমুনা ফিচার পার্কে হামলার হুমকী দেয়ার পর থেকেই গুজব ছড়ায় ঢাকার যে কোনো মার্কেট বা শপিংমলে হামলা হতে পারে। এমন শঙ্কা থেকে রাজধানীর প্রতিটি মার্কেট, শপিংমল ও বড় বিপণি বিতানগুলোর নিরাপত্তা জোরদার করা হয়। ফেসবুক, টুইটার ও মুঠোফোনে ছড়ায় ‘ম্যাসেজ এ্র্যালার্ট’। খুব প্রয়োজন ননা আতঙ্কে মার্কেটমুখী হচ্ছে না ঢাকাবাসী। আর বুধবার (২০ জুলাই) এ আতঙ্ক ছিলো তুঙ্গে। দিনভর অধিকাংশ মার্কেট ও শপিংমল ছিলো ফাঁকা।
- ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন হবে কি-না তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর কয়েকটি দেশ বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্কতা জারি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
- সুপ্রিমকোর্টের নিরাপত্তা নিয়ে বৈঠকে নিজেদের মধ্যে মতবিনিময় করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা। বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে বেঞ্চ পুনর্গঠন ও আগাম জামিনের বিষয়েও আইনজীবীরা আলোচনা করেন।
- যাত্রী নিরাপত্তার জন্য প্রতিটি লঞ্চে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মেটাল ডিটেক্টর রাখতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার রাজধানীর সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ এমভি পারাবত-১২’র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
- বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘিরে রেখেছে দেশটির পুলিশ। ধারণা করা হচ্ছে কালো উইন্টার কোট পরিহিত ওই ব্যক্তি শরীরের সাথে বোমা বেঁধে আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে।
- বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেসিভক্তদের উন্মাদনা মিডিয়ার কল্যাণে মাঝেমাঝেই খবরে পরিণত হয়। বেশ কিছুদিন আগে পলিথিন দিয়ে তৈরি মেসি জার্সি পরিহিত আফগান বালকের খবর সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। সম্প্রতি আরেক মেসিভক্তের কথা জানা গেছে। তিনি মেসিকে দেখার জন্য সাঁতার কেটে সাগর পাড়ি দিতেও দ্বিধা করেননি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি