সংবাদ সংক্ষেপ: সর্বশেষ

ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের বাসার সামনে বেকার নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেইন নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর সাক্ষাত না পেয়ে আমরা বাধ্য হয়ে আবার স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নেই। এ সময় আমাদের সরিয়ে দিতে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে।
- জেলার বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন ‘স্থানীয় সংসদ সদস্যর হাতে মারধরের শিকার’ হওয়ার পর উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ওই নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
- জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক স্তর দ্বাদশ শ্রেণিতে উন্নীত করতে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একাদশ-দ্বাদশ শ্রেণি খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
- বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীতে তৃতীয় দিনের মতো গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি রাজধানীতে তিন দিনের খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে। বুধবার ছিল এই কর্মসূচির তৃতীয় ও শেষ দিন।
- প্রায় দুই দশক ধরে নির্মাণকাজ চলার পরে বিশ্বের দীর্ঘ এবং গভীরতম রেল সুড়ঙ্গ বুধবার আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডে খুলে দেয়া হয়েছে। সুইস প্রেসিডেন্ট ইউহান স্নেইডার-আম্মান সুড়ঙ্গটির উদ্বোধন করেন। ৫৭ কিলোমিটার দীর্ঘ গোটহার্ড সুড়ঙ্গ সুইস আল্পস পর্বতের নীচে উত্তর ও দক্ষিণ ইউরোপের মধ্যে দ্রুত গতির রেল যোগাযোগ স্থাপন করল। ফলে নেদারল্যান্ডসের বন্দর নগরী রটারডাম থেকে ইতালির জেনোয়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ তৈরি হলো।
- ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর ময়নাতদন্তের বিষয়ে মহিলা আইনজীবী সমিতির উকিল নোটিশের জবাব দিয়েছে ময়নাতদন্ত বোর্ড। বুধবার বিকাল ৫টায় জেলা পিপি‘র কাছে আইনজীবীর মাধ্যমে কপি হস্তান্তর করে ওই নোটিশের জবাব দেন বোর্ডের তিন সদস্য।
- সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম এ নির্দেশ দেন। এর আগে মংলা থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।
- জিকা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন ভাবে যৌন নির্দেশনা দিয়েছে। এর আগে চার সপ্তাহের জন্য যৌন সম্পর্কের সময় সতর্ক করেছেন কিন্তু এখন নতুন ভাবে আট সপ্তাহ পর্যন্ত অনিরাপদ যৌন সম্পর্ক থেকে বিরত থাকা ও গর্ভধারণের চেষ্টা না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- বাঁশখালী উপজেলার নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলামকে পিটিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান, নির্বাচন কমিশনে এমন অভিযোগ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।
- দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে বিকেল পাঁচটায় শুরু হয় এই বাজেট অধিবেশ। এটি দেশের ৪৫তম ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ১৭তম বাজেট অধিবেশন।
- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য গঠিত বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বে ভিকারুননিসার বিশেষ কমিটি বাতিল হয়ে গেলো বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী ইউনুচ আলী আকন্দ।
- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের রাজাকার মহিবুর রহমান ওরফে বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। এছাড়া মহিবুরের ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
- বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবো চরগুলোকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এনএসডিআই গঠনের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কর্তৃক যৌথভাবে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।
- বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের শেষ দিনেও তা করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোবাইল ফোন ব্যবহার করলেও খালেদার নিজের নামে কোনো সিম নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং।
- বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করার পরও কিছু সিম বন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে। এতে রাজধানীতে একটি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে চড়াও হয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এই ঘটনায় ওই কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- ২০১২ সালে বিয়ে করার পর থেকে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ঘরে কবে সন্তান আসছে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের। কিন্তু শিগগিরই সন্তান না নেয়ার কথা জানিয়েছেন কারিনা। তবে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন এই বলিউড জুটি।
- বর্তমান বিশ্বে সুপার পাওয়ার হিসেবে আমেরিকার নাম উল্লেখ করা যেতে পারে। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তালিকার শীর্ষে তাদের অবস্থান নেই। এক্ষেত্রে জার্মানি বিশ্বের সবচেয়ে শক্তিধর পাসপোর্টের তকমা পেয়েছে।
- চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের উত্তাপ শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নেই। সারা বিশ্বজুড়েই তৈরি হয়েছে আলোচনা, প্রচররণা ও দুই পয়সা কামিয়ে নেয়ার চেষ্টা। যদিও এখনো চূড়ান্ত হয়নি প্রার্থীদের নাম, তারপরও বসে নেই চীনের ব্যবসায়ীরা। চীনের প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই বানাতে শুরু করেছে দুই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর মুখোশ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস