সংবাদ সংক্ষেপ: সকাল ৯টা

ডেস্ক: ষষ্ঠ ও শেষ ধাপে ৬৯৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের জন্য শুক্রবার বিশেষ নিরাপত্তায় জেলা থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অবশ্যই উচ্চাভিলাষী। তবে গত ৭ বছরের অভিজ্ঞতায় আমি জানি, রাজস্ব প্রশাসনে অনেক নতুন জনবল যুক্ত হয়েছে। এ সময়ে রাজস্ব কর্মকর্তাদের মধ্যে দক্ষতারও সৃষ্টি হয়েছে। রাজস্ব কর্মকর্তাদের যে দক্ষতা আছে, তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে তারা সক্ষম হবেন বলে আশা করছি।’
- চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নে নির্বাচনী সংর্ঘষে মোহাম্মদ ফারুক নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল তিনটায় দুই পক্ষের সংর্ঘষে গুরুতর আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
- সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সিংহাসনে আরোহনের পর এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সৌদি আরব সফর।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই/ওয়াইএ