আ.লীগের স্বার্থেই সংবিধান সংশোধন করা হচ্ছে : নোমান

ঢাকা: জনস্বার্থে নয়, আওয়ামী লীগের স্বার্থে সংবিধাণ সংশোধন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভয়েস অব ডেমোক্রেসি(ভিওডি) আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,এদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র প্রিয়। ভবিষ্যতে দেশে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হলে সরকারের কিছু কিছু সংশোধন করে সংবিধান পূর্ণবিবেচনা করা হবে।
১০ টাকায় বিক্রি করা চাল নিয়ে আওয়ামী লীগ নতুন করে লুটপাট শুরু করেছে দাবি করে নোমান বলেন,’১০ টাকা কেজি চাল দেয়ার নাম করে আওয়ামী লীগের মন্ত্রী,এমপিরা,এমনকি তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা নতুন করে লুটপাট শুরু করেছে।
প্রতিবেদন: প্রতিবেদক, সম্পাদনা: মাহতাব