
ঢাকা: জাতীয় সংসদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন রোববার বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান আইনের অধীন প্রতিষ্ঠিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। বিলে একজন চেয়ারম্যানের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে।
বিলে কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ, কর্তৃপক্ষের সভা, কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী, কর্তৃপক্ষের প্রশাসন, অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা, ভূমি ও সম্পত্তি অধিগ্রহণ, ক্ষমতা অর্পণ ও দায়িত্বভার, সরকারি ফি বা কর এবং সেবা ফি আরোপ ও আদায়ের ক্ষমতা, কর্তৃপক্ষের তহবিল, বাজেট, হিসাব ও নিরীক্ষা, প্রবেশাধিকার, এয়ার স্পেস নিয়ন্ত্রণ, অনুসন্ধান, কমিটি গঠন, স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থার উদ্যোগে বা অর্থায়নে পরিকল্পনা বাস্তবায়ন, বার্ষিক প্রতিবেদন দাখিলসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে সভাপতি করে ১২ সদস্যের গভর্নিং বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। বিলে গভর্নিং বোর্ডের কার্যাবলীও নির্দিষ্ট করে দেয়া হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে