Wednesday, July 27th, 2016
সংসদে ৮টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন
July 27th, 2016 at 9:28 pm
সংসদে ৮টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

ঢাকা: সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ সংসদে এ পুনর্গঠন প্রস্তাব আনলে কন্ঠভোটে তা পাস করা হয়। কমিটিগুলোর মধ্যে রয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি হিসাব সম্পর্কিত কমিটি ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।

মো. একাব্বর হোসেনকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, একে এম আউয়াল ওরফে সাইদুর রহমান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়েজুর রহমান, নাজমুল হক প্রধান, মনিরুল ইসলাম, লুৎফুন্নেসা ও নাজিম উদ্দিন আহমেদ।

শেখ ফজলুল করিম সেলিমকে সভাপতি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, আব্দুল ওয়াদুদ, ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরীফুল ইসলাম জিন্নাহ, সেলিনা বেগম ও জুয়েল আরেং।

মোজাম্মেল হোসেনকে সভাপতি করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদৌস, হাবিবে মিল্লাত, শেখ ফজলুর রহমান, আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের ও সৈয়দা সায়েরা মহসিন।

এইচ এন আশিকুর রহমানকে সভাপতি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, বেগম ইসমাত আরা সাদেক, এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আবদুলøাহ, মো¯Íফা লুৎফুল্লাহ ও বেগম খুরশিদ আরা হক।

বেগম রেবেকা মমিনকে সভাপতি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, মোজাম্মেল হোসেন, মোছাঃ মাহবুব আরা বেগম গিনি, সালমা ইসলাম, বেগম ফজিলাতুননেসা, বেগম আমিনা আহমেদ, মনোয়ারা বেগম ও বেগম রিফাত আমিন।

সুবিদ আলী ভুইয়াকে সভাপতি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী, আনিসুল হক, শেখ হেলাল উদ্দিন, মোহাম্মদ ফারুক খান, মাহবুবুর রহমান, ডা. দীপু মনি, ইলিয়াছ উদ্দিন মোল্লা, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনেয়ারা বেগম।

ড. মহিউদ্দীন খান আলমগীরকে সভাপতি করে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আব্দুস শহীদ, মুসলিম উদ্দিন, ডা. আমানুলল্লাহ, পঞ্চানন বিশ্বাস, র¯Íম আলী ফরাজী, জিল্লুল হাকিম, আ ফ ম রুহুল হক, আফসারুল আমীন, শামসুল হক টুকু, মইনউদ্দিন খান বাদল, গোলাম দস্তগীর গাজী, বেগম রেবেকা মমিন ও ওয়াসিকা আয়েশা খান।

শওকত আলীকে সভাপতি করে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আব্দুল কুদ্দুস, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মুহিবুর রহমান মানিক, সুবিদ আলী ভুইয়া, হাবিবুর রহমান, নুরুল ইসলাম সুজন, আব্দুল ওয়াদুদ, আব্দুর রউফ ও এডভোকেট নাভানা আক্তার।

নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই


সর্বশেষ

আরও খবর

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, ৭৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, ৭৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত


মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী


আনিসুল হত্যা: মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার গ্রেপ্তার

আনিসুল হত্যা: মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার গ্রেপ্তার


পাওয়ার গ্রিডের আগুনে বিদ্যুৎ-বিচ্ছিন্ন পুরো সিলেট, ব্যাপক ক্ষতি

পাওয়ার গ্রিডের আগুনে বিদ্যুৎ-বিচ্ছিন্ন পুরো সিলেট, ব্যাপক ক্ষতি


বাস পোড়ানোর মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী রিমান্ডে

বাস পোড়ানোর মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী রিমান্ডে


অবশেষে পাঁচ বছর পর নেপালকে হারালো বাংলাদেশ

অবশেষে পাঁচ বছর পর নেপালকে হারালো বাংলাদেশ


মাইন্ড এইড হাসপাতালে তালা, মালিক গ্রেপ্তার

মাইন্ড এইড হাসপাতালে তালা, মালিক গ্রেপ্তার


বিরোধী নেতাদের কটাক্ষ করতেন না বঙ্গবন্ধু: রাষ্ট্রপতি

বিরোধী নেতাদের কটাক্ষ করতেন না বঙ্গবন্ধু: রাষ্ট্রপতি


মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার

মসজিদ-মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার


করোনায় একদিনে আরও ১৮ প্রাণহানি

করোনায় একদিনে আরও ১৮ প্রাণহানি