
ডেস্ক: মঈন আলির বলে এলবিডিব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। ১২০ বলে ৭৬ রান করেছেন তিনি। স্বাগতিকরা তখন এগিয়ে ১৭৬ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার ইউকেটের বিনিময়ে ২১৪ রান।
দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ করে বাংলাদেশ। মাঝে দ্রুত দুই উইকেট পড়ে গেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁডায় টাইগাররা। ইমরুল তুলে নেন হাফসেঞ্চুরি। গত দিনের সর্বশেষ বলে ৪৭ রান করে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে ৬৫ আর ৬৬ রানের মাথায় যখন তামিম আর মুমিনুলের উইকেট হারিয়ে ধুঁকতে বসেছিল বাংলাদেশ, তখন ইমরুল আর মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দু’জনের ৮৬ রানের জুটি স্বপ্ন ভালো কিছুর স্বপ্ন দেখাতে থাকে টাইগারদের।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ২য় ইনিংস:
৩১ ওভারে ১৫২/৩ (তামিম ৪০, ইমরুল ৫৯*, মুমিনুল ১, মাহমুদউল্লাহ ৪৭; ফিন ০/১৮, মইন ০/৩৪, আনসারি ২/৩৩, স্টোকস ১/২০, রশিদ ০/৩০, ওকস ০/১৪)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪ (কুক ১৪, ডাকেট ৭, রুট ৫৬, ব্যালান্স ৯, মইন ১০, স্টোকস ০, বেয়ারস্টো ২৪, আনসারি ১৩, ওকস ৪৬, রশিদ ৪৪*, ফিন ০; মিরাজ ৬/৮২, সাকিব ১/৪১, তাইজুল ৩/৬৫, কামরুল ০/১৬, শুভাগত ০/৮, সাব্বির ০/১২)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, ইমরুল ১, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০, মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬, মিরাজ ১, তাইজুল ৫*, কামরুল ০; ওকস ৩/৩০, ফিন ০/৩০, মইন ৫/৫৭, আনসারি ০/৩৬, স্টোকস ২/১৩, রশিদ ০/৪৪)।
সম্পাদনা: ময়ূখ ইসলাম, শিপন আলী