
শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর-মাদারীপুর মহাসড়কে বেইলী ব্রীজ ভেঙ্গে ট্রাক নদীতে পড়ে গেছে। শনিবার জেলার সখিপুরের বালারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বেলি ব্রীজটি ভাঙ্গায় ঢাকাসহ দক্ষিনাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এই রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা।
চট্টগ্রাম-মংলা বন্দর এবং সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগ থেকে খুলনা, বরিশাল এবং বৃহত্তর ফরিদপুরের সঙ্গে এই পথে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
সড়ক ও জনপদ বিভাগ এবং স্থানীয় সূত্র জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক খুলনা মোট্রা-ট ১১-১৩৯২ গাড়িটি বরিশালের যাওয়ার জন্য শরীয়তপুরের সখিপুরের বালারবাজার এলাকায় আসলে ট্রাকসহ বেলি ব্রীজটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও হেল্পার নদীতে পড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় চেয়ারম্যান জিতু বেপারী বলেন, ‘ব্রীজটি মাঝে মধ্যেই ভেঙ্গে দূর্ঘটনা ঘটছে। এবার মালবাহী ট্রাকসহ নদীতে পড়ে গেছে। আমরা দ্রুত গতিতে এই ব্রীজটির পূণনির্মান চাই।’
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘ঘটনাটি শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা অতি দ্রুত ব্রীজটি মেরামতের চেষ্টা করছি।’
প্রতিবেদন: এম.এ ওয়াদুদ মিয়া, সম্পাদনা: সজিব ঘোষ