
ঢাকা: ‘বাকের ভাই’ যে নামটি আজো দর্শকদের মনে দাগ কাটে। যিনি তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শদের। শোবিজ জগতে তার নাম বাকের ভাই হলেও তার আসল নাম আসাদুজ্জামান নূর। আজ এই গুণী অভিনেতা পা রাখলেন সত্তরে। শুভ জন্মদিন। নিউজনেক্সটবিডি ডটকমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
আবু নাজেম মোহাম্মদ আলী ও আমিনা বেগম দম্পতির বড় ছেলে আসাদুজ্জামান মোহাম্মদ আলী অভিনয় করতে এসে হয়ে গেলেন আসাদুজ্জামান নূর। ছাত্রজীবন থেকে রাজনীতি, তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তারপর চাকরি এবং চাকরি জীবন থেকে অভিনয় শুরু করেন তিনি। বর্তমান সরকারের সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসাদুজ্জামান নূরের স্ত্রী ডা. শাহীন আক্তার। তার এক ছেলে সুদীপ্ত ও এক মেয়ে সুপ্রভা। এই সময়ের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যাদের অভিনয় প্রতিভার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তারা হচ্ছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, কুসুম শিকদার, জাকিয়া বারী মম ও নুসরাত ইমরোজ তিশা।
আসাদুজ্জামান নূর ‘রঙ্গের ফানুস’নাটকের মাধ্যমে প্রথম অভিনয় শুরু করেন। এরপর হুমায়ূন আহমেদর ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বাকের ভাই’চরিত্রে অভিনয় আলোচিত হন।হুমায়ূন আহমেদের দর্শক নন্দিত নাটক ‘কোথাও কেউ নেই’-এ অভিনয় করে দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেন তিনি।
আসাদুজ্জামান নূর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হচ্ছে ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘প্রিয় পদরেখা’ ইত্যাদি। শুধু নাটকেই নন, চলচ্চিত্রেও অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে ‘শঙ্খনীল কারাগার’। এরপর তিনি ‘আগুনের পরশমণি’, ‘চন্দ্রকথা’, ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করেন।
প্রতিবেদক: আসিফ আলম, সম্পাদনা: জাহিদ