সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টিভি ইনস্টিটিউটের দুই কর্মকর্তার পদত্যাগ

কলকাতা: এশিয়ার যে কয়টা সিনেমার স্কুল এখনও আশা জাগানিয়ার ভূমিকায় রয়েছে তার মধ্যে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট একটি। এবছরও কান ঘুরে এলো এই ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীর চলচ্চিত্র।
কিন্তু হঠাৎ অজানা কারণে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে একসঙ্গে পদত্যাগ করলেন পরিচালক দেবাঞ্জন চক্রবর্তী ও রেজিস্ট্রার অনিন্দ্য আচার্য। যৌন হেনস্থা ও ধর্ষণের মতো অভিযোগ ঘিরে যখন ইনস্টিটিউটে তোলপাড় চলছে, ঠিক তখনই দুজনের এমন পদত্যাগে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বৃহস্পতিবার রাতে পদত্যাগ পত্র জমাদেন দেবাঞ্জন চক্রবর্তী। শুক্রবার সকালে পদত্যাগ করেন রেজিস্ট্রার অনিন্দ্য আচার্য। দুজনের পদত্যাগপত্রই গ্রহণ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পদত্যাগের কারণ নিয়ে দুজনের কেউই অবশ্য মুখ খোলেননি।
নিউজনেক্সট/এমআইআর/এসআই/ওয়াইএ