
ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নতুন করে যোগ হল আরো ৬৫ জন নতুন শিল্পী। শুক্রবার সন্ধ্যায় তাদের নির্বাচন করা হয়। নতুন সদস্য যোগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান।
অমিত হাসান হাসান নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে গত দুই বছরে অনেক শিল্পী সদস্য পদের জন্য আবেদন করেন। আমরা সব ধরনের বিচার বিশ্লেষণ করে সদস্য পদ চূড়ান্ত করেছি। গতকাল শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিংয়ে ৬৫ জন শিল্পীকে নতুন সদস্যপদ দেয়া হয়েছে। চলতি মাসে আরো কিছু শিল্পী সদস্য পদ পেতে পারেন।’
নতুন করে সদ্যসপদ লাভ করেছেন শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, মেহের আফরোজ শাওন, পরী মণি, শবনম বুবলী, মিষ্টি জান্নাত, জয়া চৌধুরী, শান, এস আই ফারুক সহ আরো অনেকে।
উল্লেখ্য, বর্তমানে সমিতির সদস্য সংখ্যা রয়েছে ছয় শতাধিক। সভাপতি হিসেবে রয়েছেন নায়ক শাকিব খান।
প্রতিবেদন: আসিফ আলম