
ঢাকা: রাজধানীর উত্তর বাসাবোতে নিজ সন্তানদের গলাকেটে খুন করার দায় স্বীকার করেছেন মা তানজিন রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিন রহমান নিহত দুই শিশু মাশরাফি বিন মাহবুব ও হুমায়রা বিনতে মাহবুবকে গলাকেটে হত্যা করার কথা স্বীকার করেছেন। তবে এ হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
ওসি আবদুল কুদ্দুস বলেন, ‘শনিবার ভোরে বাসাবো এলাকার একটি বাড়ি থেকে শিশুদের মা তানজিনকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। নিহত শিশুদের বাবা মাহবুবুর রহমান তার স্ত্রীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি সাততলা ভবনের ছাদের বাসা থেকে মাশরাফি বিন মাহাবুব (৭) ও হুমায়রা বিনতে মাহাবুব (৬) নামে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে শিশুদের মা নিখোঁজ ছিলেন। শিশুদের ফুপু ও প্রতিবেশীরা জানান, শিশুদের মা তানজিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেন, ‘দুই শিশুর লাশ উদ্ধার করার পর থেকে তাদের মা নিখোঁজ রয়েছেন। এখনো খোঁজ পাইনি। আমরা তদন্ত শুরু করেছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে ডিবি পুলিশ ও সিআইডি ক্রাইম সিন টিম এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি বলেন, ‘শিশুদের বাবা মাহবুবুর রহমান ওয়াসার কম্পিউটার অপরেটর পদে চাকরি করেন। তিনি বাড়ি ফিরে এ অবস্থা দেখতে পান। হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক লোক জড়িত থাকার আশঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি না।’
শেখ মারুফ বলেন, ‘বাসা থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। হয়তো এটা দিয়ে হত্যাকারীরা তাদের হত্যা করতে পারে, আবার নাও করতে পারে।’
শিশুদের মা মানসিক রোগী কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে আটক করে স্বাস্থ্য পরীক্ষা করার পরই বিষয়টি জানা যাবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস