
ইস্তাম্বুল: যেসব নারী মাতৃত্বকে প্রত্যাখ্যান করেন তারা অপরিণত ও অসম্পূর্ণ বলে মন্তব্য করেছের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। নারীদেরকে এ সময় অন্তত তিনটি সন্তান নেয়ার আহবান জানান তিনি।
এরদোগান বলেন, তিনি নারীদের জন্য সফল ক্যারিয়ার সমর্থন করেন। তবে তিনি জোর দেন যে এটা যেন তার সন্তান ধারণের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়। ইস্তাম্বুলে তার্কি’স ওমেন অ্যান্ড ডেমোক্রেসি অ্যাসোসিয়েশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন এরদোগান।
এর আগে চলতি সপ্তাহে মুসলিম নারীদেরকে জন্মনিয়ন্ত্রণ না করে বেশি হারে সন্তান জন্মদানের আহবান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তখন তিনি বলেন, কোন মুসলিম পরিবারের জন্ম নিয়ন্ত্রন বা পরিবার পরিকল্পনা বিবেচনায় নেয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, আমরা আমাদের উত্তরসূরীদের সংখ্যাবৃদ্ধি করে যাব। এরদোগান নিজেও চার সন্তানের জনক। ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এরদোগান। এর আগে ১২ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে তুরস্ক শাসন করছে এরদোগানের একে পার্টি। দলটি ইসলামপন্থি দল হিসেবে ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই