সন্তান আসছে সাইফ-কারিনার ঘরে

ডেস্ক: ২০১২ সালে বিয়ে করার পর থেকে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ঘরে কবে সন্তান আসছে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের। কিন্তু শিগগিরই সন্তান না নেয়ার কথা জানিয়েছেন কারিনা। তবে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন এই বলিউড জুটি।
ধারণা করা হচ্ছে, সাইফ-কারিনা ছুটি কাটাতে লন্ডন যাননি, গিয়েছিলেন বিশ্রাম করার জন্য। কারিনার পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি গুরুত্ব দিয়েছেন সাইফ।
মিস মালিনি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, কারিনা গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেসটারে আছেন।
যদিও এই বিষয়ে সাইফ-কারিনা জুটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর: জি-নিউজ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ