সন্তোষ মন্ডল আর নেই

ডেস্ক: সাংবাদিক সন্তোষ মন্ডল মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২০ জুন) দুপুরে নিউইয়র্কে ব্রুকলিনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে প্রবাসী সংবাদকর্মী দর্পণ কবীর ফেসবুকে লিখেছেন ‘এক সময়ের স্বনামধন্য ক্রাইম রিপোর্টার সন্তোষ মন্ডল মারা গেছেন নিউইয়র্কে’। দর্পন আরো লিখেছেন, ‘স্বপ্ন নিয়ে এসেছিলেন স্বপ্নের দেশে থাকবেন। আমরা আড্ডা দিলাম সেদিনও। আমাদের প্রেসক্লাবের সদস্য হতে চাইলেন।’
উল্লেখ্য, প্রয়াত সন্তোষ মন্ডল চ্যানেল আইয়ের ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার ছিলেন। এরপর ডেইলি সানে কাজ করেন। সর্বশেষ নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে ভারপ্রাপ্ত নির্বাহী হিসেব ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসকেএস