
কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সন্ত্রাসীদের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তারপরেও ছিটেফোঁটা গুপ্তহত্যার ঘটনা ঘটছে।
শনিবার কুষ্টিয়া পৌরসভায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত যতগুলো গুপ্ত হত্যা ঘটেছে তার সুরাহা হয়েছে এবং সেসব ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে। সম্প্রতি যে সকল হত্যাকান্ড ঘটেছে তার সুরাহা শিগগিরই হবে।
বিএনপি সম্পর্কে এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি ইনু বলেন, বিএনপি দল গোছাবে কী গোছাবে না সেটা তাদের ব্যাপার। বিএনপি জঙ্গিদের, আগুন সন্ত্রাসীদের দলে রাখবে কী না সেটা নিয়ে জনগণের কিংবা সরকারের কোনো মাথাব্যথা নেই।
তবে সরকার মনে করে বিএনপি জঙ্গিবাদী সন্ত্রাসের পক্ষে উকালতি করবে না, সাফাই গাইবে না।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ¯^পন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, বিএসবি ক্যাম্ব্রিয়ান শিল্প গ্রæপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কুষ্টিয়ায় বিএসবি ক্যাম্ব্রিয়ান শিল্প গ্রæপের আয়োজনে জেলার আড়াই হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এফআর