Wednesday, August 31st, 2016
সন্ত্রাসে অর্থায়ন: সিঙ্গাপুরে দুই বাংলাদেশির সাজা
August 31st, 2016 at 11:37 am
সন্ত্রাসে অর্থায়ন: সিঙ্গাপুরে দুই বাংলাদেশির সাজা

সিঙ্গাপুর: সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে আরো বাংলাদেশিকে সাজা দেয়া হয়েছে। তারা হলেন- মামুন লিয়াকত আলী (৩০) ও জামান দৌলত (৩৪)। মঙ্গলবার নিজেদের দোষ স্বীকার করার পর মামুনকে আড়াই বছর ও দৌলতকে দুই বছরের জেল দেয়া হয়।

এপ্রিল মাসে অভ্যন্তরীণ নিরাপত্তা অ্যাক্ট (আইএসএ)’র আওতায় মোট ছয়জন বাংলাদেশির সাথে এই দুজনকেও আটক করা হয়। বাকি চারজনকে দোষ স্বীকার করায় গত মাসে দুই থেকে পাঁচ বছরের জেল দেয়া হয়।

আদালতে মামুন ও দৌলতের প্রতিনিধিত্ব করেন আইনজীবী নুর ম্যারিকান ও রামেষ তিওয়ারি। ম্যারিকান বলেন, দুই বাংলাদেশি নিজেদের কাজের মাধ্যমে ভয়ভীতি ও ক্ষতির সৃষ্টি করায় সিঙ্গাপুরের জনগণের কাছে ক্ষমাপ্রার্থী।

দুইজনের আরো সহজ সাজা চেয়ে ম্যারিকান বলেন, বোকামি করে তারা অপরাধ করেছেন। এখন ইসলামের বদনাম ও অন্য মুসলিমদের হেয় করার কারণে খুবই লজ্জিত মামুন ও দৌলত। তাদের পক্ষে আদালতে নুর ম্যারিকান বলেন, তিনি একজন মুসলিম, ইসলামে বিশ্বাস করেন। তিনি তিনি বুঝতে পারেন এগুলো ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের পথ নয়।

নিজেদেরকে ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)দাবি করে দেশে সন্ত্রাসী হামলার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেয় সিঙ্গাপুরে অভিবাসী হিসেবে যাওয়া ছয়জনের বাংলাদেশি দলটি। তাদের লক্ষ্য ছিল আইএস’র খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে সরকার উৎখাত করা।

এই ছয়জন হলেন- দলনেতা মিজানুর রহামন (৩১), রুবেল মিয়া (২৬), হাজি নুরুল ইসলাম সওদাগর (৩১), সোহাগ হাওলাদার (২৯), মামুন লিয়াকত আলী (৩০) ও জামান দৌলত (৩৪)। এর মধ্যে প্রথম চারজনকে গত মাসে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

বাকি দুইজনকে গতকাল আড়াই ও দুই বছরের সাজা দেয়া হলো। এর মধ্যে মামুন দলটির উপনেতা ও জামান নিরাপত্তা বিষয়ক দায়িত্বে ছিলেন বলে আদালতে দাখিল করা নথিপত্রে দেখা গেছে। সূত্র: দি স্ট্রেইট টাইমস।

গ্রন্থনা ও সম্পাদনা: সাইফুল ইসলাম


সর্বশেষ

আরও খবর

রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি


অপারেশনের পর সুস্থ আছেন খালেদা জিয়া: ফখরুল

অপারেশনের পর সুস্থ আছেন খালেদা জিয়া: ফখরুল


বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের খোঁজার নির্দেশনা চেয়ে রিট

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের খোঁজার নির্দেশনা চেয়ে রিট


সাম্প্রদায়িক সন্ত্রাস: প্রধান বিচারপতির উদ্বেগ, আশ্বাস আইনমন্ত্রীর

সাম্প্রদায়িক সন্ত্রাস: প্রধান বিচারপতির উদ্বেগ, আশ্বাস আইনমন্ত্রীর


বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ

বিএফইউজের নতুন সভাপতি ফারুক, মহাসচিব দীপ


রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ

রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই মুহিবুল্লাহকে হত্যা: পুলিশ


ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪

ইকবালকে জেরা করছে পুলিশ, সারাদেশে গ্রেফতার ৫৮৪


কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তি শনাক্ত


কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে, দ্রুতই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী


হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ