সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বিএমএ’র দেশব্যাপী মানববন্ধন

ঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী সকল চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানববন্ধন করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
বিএমএ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান দেশের সকল চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের এই কর্মসূচিতে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ