‘সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্য থাকবে’

ঢাকা: সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্য সৃষ্টির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এ বিষয়ক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এক সাংবাদিকের প্রতি পাল্টা প্রশ্ন রাখেন, ‘আপনি কি মনে করেন না জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করি, জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। তবে যারা যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের কথা আলাদা। এদের বাইরে যাদের মধ্যে ঐক্য দরকার, তাদের মধ্যেই ঐক্য হয়েছে এবং এই ঐক্য থাকবে।’
এর আগে শুক্রবার আসেম সম্মেলনের সাইড লাইনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে জঙ্গি হামলার শিকড় খুঁজে বের করতে ইতোমধ্যেই সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে