
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপগুলো সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ডিএমপি কমিশনারের এমন নির্দেশনা ইতোমধ্যে সব বিভাগকে অবগত করে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এর আগে রোববার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জরুরিসেবা ছাড়া ঢাকায় কারও প্রবেশ এবং বের হওয়ার ওপর নিশেধাজ্ঞা আরোপের কথা জানায় পুলিশ সদরদপ্তর।
ঢাকার পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান, কাঁচাবাজার ও সুপারশপ খোলা রাখা যাবে বলে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে বিভিন্ন জনের অনুরোধে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়েছে।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় সবাইকে ঘরে থাকতে সরকার আহ্বান জানালেও ঢাকা শহরের অলিগলিতে মানুষের চলাচল দেখা যাচ্ছে।
অপরদিকে গত তিন দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে শতক ছাড়িয়েছে। গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর এতদিন দিনে দুই-তিন জন করে রোগী শনাক্ত হলেও শনি, রবি ও সোমবার হয়েছে যথাক্রমে ৯, ১৮ ও ৩৫ জন। এখন দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জন, আর এই রোগে মৃত্যু হয়েছে ১২ জনের।