
ঢাকা : পহেলা ডিসেম্বর থেকে সপ্তাহে চারদিন কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নভোএয়ার’র ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এ সময় হেড অব মার্কেটিং এন্ড সেলস সোহেল মজিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ারের শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিলো- অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা সম্পন্ন করে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করা। এরই ধারাবাহিকতায় আগামী পহেলা ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট শুরু হচ্ছে। প্রমোশনাল রিটার্ন ভাড়া হিসেবে সর্বনিম্ন ৯ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার ঢাকা থেকে কলকাতা যাবে এবং কলকাতা থেকে ঢাকায় ফিরে আসবে নভোএয়ারের ফ্লাইট। দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ৩টায়। অন্যদিকে স্থানীয় সময় বিকাল ৪টায় কলকাতা থেকে ছেড়ে ৫টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রাম থেকে কলকাতা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে নভোএয়ার। সপ্তাহের সোমবার, বুধবার ও শনিবার কলকাতায় যাবে।
নভোএয়ারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস্ সোহেল মজিদ বলেন, সপ্তাহের চারদিন ঢাকা-কলকাতা রুটে চলবে আমাদের ফ্লাইট। বাকি তিনদিন কেউ কলকাতা যেতে চাইলে চট্টগ্রাম থেকে যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া সর্বনিম্ন ১১ হাজার ৫৫৫ টাকা। এসব ফ্লাইটে রাখা হয়েছে যাত্রীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা।
এছাড়া সর্বনি¤œ ১,৯৯৯ টাকার মাসিক কিস্তিতে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কক্সবাজার ভ্রমণের আকর্ষনীয় শীতকালীন ভ্রমণ প্যাকেজ ঘোষনা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১২টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৯টি অভিজাত হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। এ অফারটি ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত চলবে।
সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ, সিগাল হোটেল, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস, বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ, মারমেইড বিচ রিসোর্ট এবং নিসর্গ হোটেল এন্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
ব্যাংকগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও ব্যাংক এশিয়া লিমিটেড এর কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।
প্রতিবেদন: রিজাউল করিম, সম্পাদনা: মাহতাব শফি