
ডেস্ক: দেশের মাটিতে ইউরো ২০১৬ দারুণ ভাবে শুরু করার পর— সবার আগে শেষ ষোলোও নিশ্চিত করলো ফ্রান্স। বুধবার রাতে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফান্সের মার্সেই শহরে স্বাগতিক দলটির প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ইউরোতে প্রথমবারের মতো খেলতে আসা আলবেনিয়াকে। ফলে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে প্রথমার্ধে দুই দলই দারুণ কিছু আক্রমণ করলেও গোল পায়নি কোন দলই।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো ফরাসিরা। কিন্তু কিংসলে কোমানের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৩তম মিনিটে পগবার হাফ ভলি ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে গেলে ফের হতাশ হতে হয় ফ্রান্সকে। এই দুই হতাশার মাঝে ৫১তম মিনিটে উল্টো গোল খেতে বসেছিল স্বাগতিকরা। তবে আলবেনিয়ার মিডফিল্ডার লেদিয়ান মেমুসাইয়ের প্রচেষ্টা পোস্টে লাগলে বেঁচে যায় দুবারের চ্যাম্পিয়নরা।
৬৭তম মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি পায় ফ্রান্স; কিন্তু ছয় গজ বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন জিরুদ। এরপরই আতলেতিকো মাদ্রিদের হয়ে দারুণ একটি মৌসুম কাটানো ফরোয়ার্ড গ্রিজমানকে মাঠে নামান কোচ। তাতে আক্রমণের ধারও বাড়ে, কিন্তু শেষ ১৫ মিনিটে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়া আলবেনিয়ার প্রাচীর ভাঙতে পারছিল না পগবা-গ্রিজমানরা।
অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে আদিল রামির ক্রসে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দেন গ্রিজমান। আর যোগ করা সময়ের শেষ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন পায়েত।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস