
ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে রোববার বঙ্গভবনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। যার নেতৃত্বে থাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বড় রাজনৈতিক দল থেকে শুরু করে পর্যায়ক্রমে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলকেই ডাকা হবে আলোচনার জন্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপের উদ্যোগে রাজনৈতিক আকাশে আশার আলো দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আর আজকের সংলাপের জন্য বঙ্গভবনের দিকে দৃষ্টি থাকছে সবার।
খালেদা জিয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেয়ার কথা রয়েছে। সংলাপ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান জানান, চেয়ারপারসনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, অামীর খসরু মাহামুদ চৌধুরী।
রাজনৈতিক দল গুলোর সঙ্গে আলোচনা করার জন্য রাষ্ট্রপতির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনরা।
জানা গেছে, এ প্রক্রিয়ার সহায়ক হিসেবে ধরে রাষ্ট্রপতির কাছে বিএনপি দলটির চেয়ারপারসনের প্রস্তাবিত ১৩ দফা তুলে ধরবে। প্রধান দাবি থাকবে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন। এছাড়া রাজনৈতিক প্রভাবমুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইসির জন্য সার্চ কমিটি গঠন করা, সার্চ কমিটির জন্য কয়েকজন বিশিষ্টজনের নামও প্রস্তাব করবে বিএনপি।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: জাবেদ