
নিউজনেক্সট প্রতিবেদক, কুড়িগ্রাম : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মদিন আজ। সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণ করা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিন বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে তার সমাধিতে পুষ্প্যমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।
সরকারি কলেজ চত্বরের বটতলায় অনুষ্ঠিত হয় সৈয়দ হক মেলা। উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোঃ নাসির উদ্দিন, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ এর আহŸায়ক ইউসুফ আলমগীর প্রমূখ। মেলায় বিভিন্ন সাহিত্য সংগঠনের স্টল সহ মেলা মঞ্চে দিনব্যাপী কবির লেখা গান, কবিতা পরিবেশিত হয়।
বাংলা সাহিত্যের বহুমাত্রিক এই লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সৈয়দ শামসুল হকের বাব বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন। বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন পেশায় ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। সৈয়দ হক তার বাবা-মায়ের আট সন্তানের জ্যেষ্ঠতম।