
ঢাকা: দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন, র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে সোমবার । ওইদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস বা পাশ্ববর্তী স্থানে এ কর্মসূচি পালন করা হবে। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।
রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
তিনি জানান, কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো যোগ দিতে পারবে। সারাদেশের প্রায় ৪৫ লাখ মানুষ এসব কর্মসূচিতে অংশ নেবেন। কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫টি কলেজ নিয়ে এ কর্মসূচি পালন করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ