
ঢাকা: দেশের সব ধর্মীয় সাম্প্রদায়িক ঘটনার মূল হোতা আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া আইনজীবি পরিষদ’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশে মসজিদ, মন্দির, গির্জা ভাঙ্গছে সবই আওয়ামী লীগের নির্দেশে। আল্লাহ’র হুকুম ছাড়া যেমন কোনো গাছের পাতা নড়ে না তেমনি বাংলাদেশে শেখ হাসিনার কথা ছাড়া কোনো ঘটনা ঘটেনা।’
নাসিরনগরের ঘটনার কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘নাসিরনগরে পাশাপাশি আওয়ামী লীগের দুটি সমাবেশ হয়েছে তার পরেই এই হামলা হয়েছে। এটা থেকে এমনিতেই বোঝা যায় এই হামলার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত।’
তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের প্রতি আওয়ামী লীগের কোনো দরদ নেই। হিন্দুরা না থাকলে আওয়ামী সন্ত্রাসীরা তাদের সম্পত্তি লুটপাট এবং জবর দখল করতে পারবে এতে তাদের সুবিধা হবে।’
হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায বিশর্যন দিতে দিতে আওয়ামী লীগের হাত এতোটাই শক্তি শালি করেছে যে হায়নার থেকেও বেশি ভয়ঙ্কর।’ তিনি বলেন, ভারতের মদি সরকার হিন্দুদেরকে রক্ষা করতে এগিয়ে আসবে না। ভারতের সরকার দেখে নিজের স্বার্থ ওরা আপনাদের স্বার্থ দেখবে না।’
গয়েশ্বর বলেন, ‘আমাদের (হিন্দুদের) অধিকার আমাদের নিজেদের রক্ষা এবং ভোগ করতে হবে। আমাদের সম্পত্তির উপর কেউ হাত দিতে আসলে তার হাত ভাঙ্গার আগে দেখবো না সে মুসলিম না আওয়ামী লীগ।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘অতীতে যে ভাবে নির্বাচন হয়েছে সেই ভাবেই নির্বাচন হবে’ এমন কথার সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘রকিব মার্কা খাটি সরিষার তেল দিয়ে আর কোনো নির্বাচন হবে না। এসময় তিনি ওবায়দুল কাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘সব দিন এক যায় না, সব পরীক্ষা এক রকম হয় না। এই অভ্যাস ত্যাগ করেন। আগে যেমন গেছে ভবিষ্যতেও যে একই রকম যাবে এমনটা আশা করা ঠিক না।’
সাম্প্রদায়িক ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। যারা জড়িত তাদের সাথে এবং যারা জড়িতদের বিচার করে নাই তাদেরও বিচার করা হবে।’
অ্যাডভোকেট আবু ইউসুফ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপদেষ্টা সঞ্জীব চৌধুরী।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: ইয়াসিন