
ফ্লোরিডা: অরল্যান্ডো সমকামী নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় আহতদের রক্ত দেয়ার জন্য শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু একটি গ্রুপের মানুষের রক্ত দানে বাধা দেয়া হচ্ছে। তারা হলেন সমকামী এবং উভকামী পুরুষ।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এর আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী, যেসব সমকামী এবং উভকামী পুরুষের বিগত ১ বছর ধরে অন্য কোন সমকামী পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে তাদের রক্ত দেয়ার অনুমতি নেই।
সমকামী সম্প্রদায়ের অনেকেই বর্তমানে এই নিয়মের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের ভাষ্যমতে, যখন আমাদের সম্প্রদায়ের ভাই-বোনের রক্তের দরকার, সেই সময় আমাদের রক্তদানে বাধা দেয়া হচ্ছে।
গত রোববার অরল্যান্ডোর সমকামী নাইট ক্লাব পালস এ আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনের গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত এবং ৫৩ জন আহত হন। সূত্র: সিএনএন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ