সমকামী ক্লাবে হামলায় নিহত ২০

ফ্লোরিডা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৪২ জন আহত হন বলে জানিয়েছে পুলিশ।
রোববার অরল্যান্ডো পুলিশ প্রধান জন মিনা জানান, পালস ক্লাবে গোলাগুলির তিন ঘন্টা পর পুলিশ ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করে এবং হামলাকারীকে হত্যা করে।
পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। তবে এটি আন্তর্জাতিক না কি অভ্যন্তরীণ সন্ত্রাসের ঘটনা এই ব্যাপারে এখনও তারা নিশ্চিত হতে পারেননি।
পুলিশ প্রধান জানান, শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ২ টার দিকে গোলাগুলি শুরু হয়। এসময় ক্লাবে কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
ল্যাটিন থিমযুক্ত অরল্যান্ডোর পালস ক্লাবে ঘটনার সময় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই