
ঢাকা: ইউরো ২০১৬ তে ক্রোয়েশিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচটাকে ‘লড়াই’ বলাই যায়। কারণ গোটা ম্যাচেই ছিল যুদ্ধের আবহ। তবে এই লড়াইয়ে ৭৪ মিনিট পর্যন্ত চেকদের সাথে ২ গোলে এগিয়ে থেকেও সমতায় ম্যাচ শেষ করেছে ক্রোয়েশিয়া। ২-২ গোলের এই ড্রয়ে ক্রোয়েশিয়ার জন্য দ্বিতীয় পর্বের অপেক্ষা বাড়ল। আর এতে শেষ ষোলোর আশা ভালোমতোই টিকিয়ে রাখল চেকরা।
‘অপেক্ষা ফুরায় ৩৭তম মিনিটে, ইভান পেরিসিচের একক নৈপুণ্যের গোলে’
শুক্রবার রাতে সাঁতে ইচেনায় প্রথমার্ধে চেক প্রজাতন্ত্রের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না ক্রোয়েশিয়া। অপেক্ষা ফুরায় ৩৭তম মিনিটে, ইভান পেরিসিচের একক নৈপুণ্যের গোলে।
প্রথমার্ধে রক্ষণাত্মক ফুটবল খেলা চেকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দ্বিতীয়ার্ধে। কিন্তু ৫৯ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে দলটি। চমৎকার একটি গোল করে ক্রোয়াটদের এগিয়ে দেয় ইভান রাকিতিচ। এর কিছুক্ষণ পর ক্রোয়েশিয়ার সেরা খেলোয়াড় লুকা মদ্রিচ মাঠ ছাড়লে সুযোগটা কাজে লাগায় চেক প্রজাতন্ত্র, চেপে ধরে প্রতিপক্ষকে।
দ্বিতীয়ার্ধের বদলি মিলান স্কোদার দারুণ হেডে ৭৫তম মিনিটে ব্যবধান কমায় চেক রিপাবলিক। তমাস রসিস্কির ক্রসে লাফিয়ে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে ফাঁকি দিয়ে জাল খুঁজে পান স্কোদা। ৮৬তম মিনিটে মাঠে দর্শকরা আগুনের কয়েকটি ফ্লেয়ার ছুড়লে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এই সময়ে ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা তাদের সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানান।
পাঁচ মিনিট পর খেলা শুরু হলে ক্রোয়েশিয়াকে আরও চেপে ধরে চেক প্রজাতন্ত্র। ফল পেতে বেশি দেরি হয়নি তাদের। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন তমাস নেসিদ। ডি-বক্সে দোমাগয় ভিদার হ্যান্ডবলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এই ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস