Saturday, June 4th, 2016
সমন্বয়হীন জাপার নেতৃত্ব
June 4th, 2016 at 11:44 pm
সমন্বয়হীন জাপার নেতৃত্ব

শরীফ খিয়াম, ঢাকা: সমন্বয়হীনতা প্রদর্শন করলেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নীতি-নির্ধারকরা। বাজেট প্রতিক্রিয়া জানাতে কাল রোববার একই সময়ে পৃথক দুটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন তারা। পরে অবশ্য একটি বাতিল করা হয়।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের এই দলের পক্ষ থেকে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ইমেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ব্যাপারে সকালে প্রতিক্রিয়া জানাবে তারা। এ উপলক্ষে সকাল ১১টায় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে বাজেট নিয়ে নিজেদের বক্তব্য জানাবেন পার্টির মুখপাত্র ও কো-চেয়ারম্যান জিএম কাদের।

পরে রাত পৌনে আটটায় পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ আগামীকাল সকাল ১১টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বাজেট সম্পর্কিত সাংবাদিক সম্মেলন করবেন বিধায় জিএম কাদেরের সাংবাদিক সম্মেলন স্থগিত করা হয়েছে।’
সংবাদ বিজ্ঞপ্তি দুটির প্রেরক সুনীল শুভরায়, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী। এ ব্যাপারে জানতে তার মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ না করে এসএমএস (সর্ট ম্যাসেজ সার্ভিস) এর মাধ্যমে জানান, ব্যস্ত আছেন। পরে যোগাযোগ করবেন।

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন হাসানও ফোন রিসিভ করেননি। এছাড়া বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ তাজুল ইসলাম চৌধুরী ফোন রিসিভ করলেও কথা বলেননি।

তবে ঘটনার সতত্যা স্বীকার করেছেন জিএম কাদের। নিউজনেক্সটবিডি ডটকম –এর সাথে আলাপকালে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার সংবাদ সম্মেলন বাতিল হয়েছে।’ সংসদের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি থাকবেন না জানিয়ে আরো বলেন, ‘ওখানে শুধু সংসদ সদস্যরা থাকবেন।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন আবুল মাল আব্দুল মুহিত।

নিউজনেক্সটবিডি ডটকম/এসকে

 

 


সর্বশেষ

আরও খবর

ভোট সুষ্ঠু হয়েছে; দাবি প্রধান নির্বাচন কমিশনারের

ভোট সুষ্ঠু হয়েছে; দাবি প্রধান নির্বাচন কমিশনারের


জাতীয় পার্টির ‘ধর্ষণ ও নারী নির্যাতন’ বিরোধী সমাবেশ

জাতীয় পার্টির ‘ধর্ষণ ও নারী নির্যাতন’ বিরোধী সমাবেশ


গালিগালাজের ভয়েস নিজের না দাবি নিক্সন চৌধুরীর

গালিগালাজের ভয়েস নিজের না দাবি নিক্সন চৌধুরীর


বিএনপি মহাসচিবের বাসায় ঢিল: ১২ নেতা সাময়িক বহিষ্কার

বিএনপি মহাসচিবের বাসায় ঢিল: ১২ নেতা সাময়িক বহিষ্কার


‘সুপারম্যান‘ ট্রাম্প করোনাভাইরাসের ‘সুপারপাওয়ার‘ বুঝতে ভুল করেছেন

‘সুপারম্যান‘ ট্রাম্প করোনাভাইরাসের ‘সুপারপাওয়ার‘ বুঝতে ভুল করেছেন


লন্ডনে টাওয়ার হ্যামলেটস এর স্পীকার হিসেবে দায়িত্ব নিলেন ব্রিটিশ বাঙ্গালী আহবাব হোসেন

লন্ডনে টাওয়ার হ্যামলেটস এর স্পীকার হিসেবে দায়িত্ব নিলেন ব্রিটিশ বাঙ্গালী আহবাব হোসেন


ভেঙে গেলো গণফোরাম

ভেঙে গেলো গণফোরাম


২৫ সেপ্টেম্বর ১৯৭৪, জাতিসংঘে বঙ্গবন্ধু

২৫ সেপ্টেম্বর ১৯৭৪, জাতিসংঘে বঙ্গবন্ধু


ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল না করার আহবান প্রধানমন্ত্রীর

ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল না করার আহবান প্রধানমন্ত্রীর


খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল