
ঢাকা: নগরবাসীর সমস্যা চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর নাগরিক সমস্যা সমাধানে বর্তমান সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।’
গুলশানের কনকর্ড পুলিশ প্লাজা চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন অঞ্চলে সার্কুলার বাস সার্ভিস এবং সুবিন্যস্ত রিক্সা চলাচল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন- এ কে এম রহমতুল্লাহ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহিদুল হক, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহম্মেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
মন্ত্রী বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ঢাকার চার পাশের চারটি নদী খনন ও ঢাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে। এখন বৃষ্টি হলে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়, দুর্ভোগে পড়েন মানুষ, যানজটও বাধে। এই প্রকল্প শেষ হলে আর জলাবদ্ধতা থাকবে না।’
মন্ত্রী বলেন, ‘আগামী শুষ্ক মৌসুমে ঢাকায় সুপেয় পানির সমস্যা থাকবে না। এছাড়া ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ উৎস হতে পানি সংগ্রহ করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ফলে শতকরা ৭০ ভাগ পানি ভূ-উপরিস্থ উৎস হতে সংগ্রহ করা হবে।’
এর আগে মন্ত্রী ‘সার্কুলার বাস সার্ভিস’-এর উদ্বোধন করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/এসআই