
ঢাকা: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে ৪ নম্বর সংকেতও দেখাতে বলা হয়েছে।
শনিবার আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শক্তি সঞ্চয় করছে। এর কারণে ৪ নম্বর সর্তকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘নাদা’।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ অন্যান্য স্থানের নৌ-যোগাযোগ বন্ধ করা হয়েছে।
অন্যদিকে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে অবস্থান করতে বলা হয়েছে। শনিবার নিম্নচাপের প্রভাবে রাজধানীতে সকাল থেকে বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছিলো।
প্রতিবেদন: ময়ূখ, সম্পাদনা: প্রণব