
ঢাকা: সমুদ্র গবেষণার জন্য বাংলাদেশকে জাহাজ কিনে দেবে ফ্রান্স। ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ্যবার্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বুধবার এমন আশ্বাস দিয়েছেন। সংবাদ সরকারি তথ্য বিবরণীর।
প্রতিমন্ত্রী সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণার জন্য জাহাজ কেনার আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রদূত জানান, ফ্রান্স ইসিএ (এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি) অর্থায়নসহ সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান। প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে রাষ্ট্রদূত সোফি অ্যবার্ট সচিবালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনাকালে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের (বাংলাদেশ ও ফ্রান্সের) সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সামুদ্রিক পরিবেশ ও সম্পদ নিয়ে বাংলাদেশের ধারনা আরো উন্নত করতে ফ্রান্স বৈজ্ঞানিক সহযোগিতা দিতেও ইচ্ছুক।’ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের কাজ শুরু, বাংলাদেশ নৌবাহিনীসহ ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ ও বৃত্তির বিষয়ে ফ্রান্সের সহযোগিতার কথা উল্লেখ করেন।
এ সময় ফ্রান্সকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী হামিদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে