
ঢাকা: ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি (ডিটুকে)-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে দেওয়া সম্পদের নোটিশের হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
এর ফলে দুদক ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের অনুসন্ধান চালাতে পারবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এর আগে হাইকোর্ট দুদকের দেয়া সম্পদের নোটিশ স্থগিত করে দিয়েছিল। রোববার হাইকোর্টের এই আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগ।
তাদের কাছে সম্পদের হিসাব চেয়ে দেওয়া নোটিশের বৈধতার ওপর দুদকের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে)সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ডেসটিনির পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি।
খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে নোটিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে দুদকের জন্য আর কোনো আইনগত বাধা থাকল না। চলতি বছরের ১৫ জুন দুদক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেয়। এরপর তারা হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে দুদক ৭ দিন সময় দেয়। কিন্তু গত ১৪ জুলাই এই সময় পেরিয়ে গেলেও তারা সম্পদের হিসাব দেননি।
পরে ডেসটিনির ওই দুই কর্মকর্তা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ আগস্ট নোটিশের ওপর রুল জারি পূর্বক পরবর্তী পদক্ষেপ না নেওয়ার আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে পরে দুদক আপিলে গেলে আদালত ১১ আগস্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। আজকের এই আদেশের ফলে সেই স্থগিতাদেশ বহাল থাকল। তাই দুই কর্মকর্তার সম্পদ বিবরণী দিতেই হবে।
প্রতিবেদন: ফজলুল হক, সম্পাদনা: মাহতাব শফি/সাইফুল ইসলাম