
মুম্বাই: ভক্ত ও গণমাধ্যমের কাছে সালমান খানের প্রেম কাহিনী সবসময়ই একটি রহস্য। অনেকেই রোমানিয়ার সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের সম্পর্ককে মোহ মনে করেন।
আবার অনেকে বিশ্বাস করেন অবশেষে লুলিয়াকে বিয়ে করেছেন ৫০ বছর বয়সী অভিনেতা সালমান। এসব কিছুর পর এবার মুখ খুললেন সাল্লুর কথিত প্রেমিকা লুলিয়া।
ভারতীয় গণমাধ্যম প্রিঙ্কভিলা ডটকম’কে দেয়া এক সাক্ষাতকারে লুলিয়া বলেন, ‘আমরা শুধু ভালো বন্ধু। বন্ধু মানে বন্ধু, ভালোবাসা নয়। সবকিছুই ভাল সময়ে ঘটে তার আগে বা পরে নয়। বাকিটা ভাবনাচিন্তা।’
সে যাই হোক, সম্প্রতি ছবির সেটে বা কোনো অনুষ্ঠানে সব জায়গাতেই সালমান-লুলিয়ার একসঙ্গে উপস্থিতির কারণে সবার বিশ্বাস করা কঠিন হবে যে, তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক নেই।
বর্তমানে পরিচালক কবির খানের ‘টিউবলাইট’ চলচ্চিত্রের কাজে ব্যস্ত রয়েছেন ‘কিক’ অভিনেতা সালমান খান। সূত্র: ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা: সাইফুল ইসলাম