
মস্কো: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান জানিয়েছেন, দুই দেশ তাদের ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্নির্মাণ করার মাধ্যমে পারস্পরিক ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি করতে পারে।
মঙ্গলবার রুশ সফররত এরদোয়ান পুতিনকে তার ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করে জানান, তুরস্ক রাশিয়ার সঙ্গে প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন প্রকল্প এবং তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাস্তবায়নে প্রস্তুত।
তিনি রুশ বার্তা সংস্থা তাস’কে জানান, তার এই সফর তুরস্ক-রুশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন একটি মাইলফলক সৃষ্টি করবে।
এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, রুশ পর্যটকরা আবারো তুরস্ক ভ্রমণে যাবে। গত নভেম্বরে তুর্কি সেনা কর্তৃক রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর রুশিদের তুরস্ক ভ্রমণ স্থগিত ছিল। তিনি জানান, সিরিয়া সংকট নিয়ে শীর্ষ সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন।
জুলাইতে তুরস্কে সেনাবাহিনীর একটি গ্রুপের ব্যর্থ অভ্যুত্থানের পর এটাই তুর্কি প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর। অভ্যুত্থান চেষ্টার সময় গণতান্ত্রিক সরকারের পক্ষে পুতিনের আহ্বানের জন্য তাকে ধন্যবাদ দেন এরদোয়ান। সূত্র: শিকাগো ট্রিবিউন, বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি