
ঢাকা: সম্মাননা পেলেন বাউল শিল্পী কুদ্দুস বয়াতী। সম্প্রতি ‘ডিউ নামের নতুন কনজ্যুমার সামগ্রী তৈরির কোম্পানি তাকে এই সম্মাননা দেয়। ধানমন্ডিতে একটি চাইনিজ রেষ্টুরেন্টে ডাইনামিক কনজ্যুমার এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত ‘প্রোডাক্ট লঞ্চিং ও গ্র্যান্ড ওপেনিং’এ সম্মাননা দেয়া হয়। এছাড়াও কবি, লেখক ও নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক রেজাউদ্দিন স্টালিন ও স্বাধীন বাংলা বেতারের অন্যতম সংগঠক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ টেলিভিশন ও বেতারের খ্যাতিমান শিল্পী মলয় কুমার গাঙ্গুলীকে সম্মাননা দেয়া হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. নাজমুল হাসান উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘ডাইনামিকের নতুন ব্র্যান্ড ‘ডিউ’শুধু একটি পণ্য নয়, এটি একটি সেবার নামও। ‘ডিউ’যেন দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে উন্নত মানে তাদের সেবায় নিয়োজিত থাকতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, ‘ডিউ’এর রয়েছে সামাজিক দায়বদ্ধতা, তাই ‘ডিউ’সামগ্রী দেশের বিভিন্ন বৃদ্ধাশ্রমে প্রবীণদের নিত্য ব্যবহারের জন্য সৌজন্যমূলক প্রেরণ করা হবে।’
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: জাহিদ