
ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। তবে সম্মেলনে যোগ দিয়েছেন বিকল্প ধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
এদিকে এ সম্মেলনে অংশ নিয়েছে ১১টি দেশের ৫৫ প্রতিনিধি। ক্ষমতাসীন দলের এ জাতীয় সম্মেলনে খালেদাকে আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের পর অনেকেই ভেবেছিলেন, খালেদা না হোক, দলের শীর্ষ নেতাদের কেউ হয়তো যোগ দেবেন। কিন্তু দুপুর পর্যন্ত কাউকে সম্মেলনে দেখা যায়নি।
এছাড়া সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদও অংশ নেননি। কিন্তু উপস্থিত আছেন, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এছাড়া ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন, জাসদ (একাংশ) নেতা হাসানুল হক ইনু, আ স ম আবদুর রব, জাসদ (একাংশ) নুরূল হক আম্বিয়া, কমিউনিস্ট পার্টি মঞ্জুরুল আহসান খান প্রমুখ উপস্থিত আছেন।
উল্লেখ্য, শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে দলের ২০তম সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা তোলার পর পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। চার বছর পর শনিবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে এ সম্মেলন শুরু হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের