
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামীলীগ এর ২০তম জাতীয় সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের পাশাপাশি সমাগম হয়েছে বিপুল পরিমান হকারের।
শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে মুড়ির মোয়া বিক্রি করতে আসা বাবুলের সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, এবারের সম্মেলনে ছোট-বড় মিলিয়ে ২০০ প্যাকেট মোয়া নিয়ে এসেছি। ইতিমধ্যেই ৬০ থেকে ৭০ প্যাকেট বিক্রিও হয়ে গেছে।
বাবুল আরো বলেন, এই ২০০ প্যাকেট বিক্রি করতে পারলে পাঁচ-ছয়শ টাকা লাভ হবে। কিন্তু পুলিশের বাধার কারণে ঝামেলা হচ্ছে। এরমধ্যেই এক পুলিশ ৫০ টাকা মুল্যের এক প্যাকেট মোয়া নিয়ে গেছে, কিন্তু এখনো টাকা দেয় নি।
হবিগঞ্জের হাজীপাড়ার বাসিন্দা বাবুল শীত এলেই চলে আসেন ঢাকায়। ৬ মাস মোয়া বিক্রি করেন, বাকী ৬ মাস স্থানীয় বিভিন্ন কলকারখানায় চাকরী করেন।
বাবুলের মতই পেয়ারা, আনারস, বাদাম, পানি, চিপস সহ নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসেছে হকাররা। দেখেই যে কারো মনে হবে এযেন দলীয় কোন সম্মেলন নয়, খাবার-দাবার আর আড্ডার মিলনমেলা।
প্রতিবেদক এম.রেজাউল করিম, সম্পাদনা: প্রণব