
ঢাকা: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী ও সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হককে সময় মতোই গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘গুলশান হামলার মাস্টার মাইন্ড মেজর (অব.) জিয়া ও তামিমসহ অনেককেই শনাক্ত করা হয়েছে। এদের সময়মতোই গ্রেফতার করা হবে।’
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী শিল্পী গোষ্ঠী আয়োজিত ‘১৫ আগস্টের ঘাতকদের ধিক্কার জানাই, জঙ্গিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশবাসী যখন সফলতার মুখ দেখছে, তখনই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে হামলা করা হয়। এ হামলার পেছনে আইএস জড়িত বলে শোনা যায়। আবার তারা নাকি ভিডিও বার্তাও পাঠায় হামলার দায় স্বীকার করে।’
তিনি বলেন, ‘আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরলাম, কোথাও আইএস’র দোকান পেলাম না। পরবর্তীতে দেখা গেল যে, শিবির, জেএমবি, হামজা ব্রিগেড, হরকাতুল জিহাদসহ দেশি জঙ্গিরাই এসব হামলার সঙ্গে জড়িত। এদের অর্থদাতাও এক ও অভিন্ন।’
আসাদুজ্জামান কামাল বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। মানবতাবিরোধী অপরাধের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন একটি সফল দেশ।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ডাকে আজ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আগুন সন্ত্রাস যেভাবে মোকাবেলা করেছি, জঙ্গি হামলাও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো।’
সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহমেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম তারেক খান, ধানমণ্ডি থানা আওয়ামী লীগের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস