
ঢাকা: গত ২৬ মে শুরু হওয়া পক্ষকালব্যাপী ২০তম ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’র সময় বাড়ানো হয়েছে আরো ৫দিন।
প্রতিশ্রুতিশীল চারুশিল্পীদের বিকশিত করার লক্ষে ১৯৭৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। প্রতি দুই বছর পর পর পক্ষকালব্যাপী দ্বিবার্ষিক এ আয়োজনটি করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আয়োজনের ধারাবাহিকতায় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১৬ তে বিজ্ঞ বিচারকমন্ডলীর প্রাথমিক যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রদর্শনীতে প্রতিবারের ন্যায় এবারও ছাপচিত্র, চিত্রকলা ও মিশ্র মাধ্যমসহ সকল মাধ্যমে ১৮৮জন শিল্পীর ২২৭টি শিল্পকর্ম রয়েছে।
আগামী ১৫ জুন পর্যন্ত চলবে এই প্রদর্শনী। পবিত্র রমজান মাসে প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা এবং ছুটির দিনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই