
ঢাকা: প্রকাশ করা হয়েছে ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের তালিকা। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ২০১৫-১৬ অর্থ বছরে ৭টি পূর্ণদৈর্ঘ্য ও ৫টি স্বল্পদৈর্ঘ্যসহ মোট ১২ চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান বিবেচনায় এ ছবিগুলো নির্বাচন করা হয়েছে।
বেশ কয়েকবার সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করেছেন নন্দিত চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম। সেইসব ছবির জন্য তিনি অর্জনও করেছেন অনেক স্বীকৃতি ও সম্মাননা। আবারো ২০১৫-১৬ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন এই নির্মাতা। তিনি অনুদানের অর্থে তিনি নির্মাণ করবেন শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’। এটি মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে।
মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’ ছাড়াও অনুদান পেয়েছে হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে স্বনামের ছবিটি। এটি পরিচালনা করবেন মাকসুদ হোসাইন ও জয়া আহসান। বদরুল আনাম সৌদের গল্প ও পরিচালনায় ‘গহীন বালুচর’ ছবিটিও অনুদান পেয়েছে। এছাড়াও রয়েছে কমল সরকারের চিত্রনাট্যে স্বপন চৌধুরীর পরিচালনায় ‘বৃদ্ধাশ্রম’, কামার আহমাদ সাইমন ও সারা আফরীন প্রযোজিত কামার আহমাদ সাইমনের পরিচালনায় ‘শঙ্খধ্বনি’, তুষার আবদুল্লাহ ও পান্থ প্রসাদের লেখা এবং পান্থ প্রসাদের পরিচালনায় ‘সাবিত্রী’ চলচ্চিত্রগুলো।
এদিকে একমাত্র প্রামাণ্যচিত্র হিসেবে অনুদান পেয়েছে ‘বধ্যভূমিতে একদিন’। এটির চিত্রনাট্য ও পরিচালনায় থাকছেন কাওসার চৌধুরী।
অন্যদিকে স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে এবছর অনুদানের জন্য ৫টি চলচ্চিত্রকে নির্বাচন করা হয়েছে। এগুলো হলো-রাজীব আহসানের প্রযোজনা ও পরিচালনায় ‘নামহীন গোত্রহীন’; আবু সাঈদ রাব্বীর প্রযোজনা ও পরিচালনায় ব্রাত্যজন; আরিফুজ্জামানের প্রযোজনা ও হাবিবের পরিচালনায় শিশুতোষ চলচ্চিত্র ‘সাইকেল বালক’; দেওয়ান বাদলের প্রযোজনা ও পরিচালনায় ‘জলকন্যা’ এবং মোশারফ হোসেনের প্রযোজনায় ও শাহজাহান শামীমের পরিচালনায় প্রামাণ্যচিত্র ‘রক্তাবলীর কান্না’।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ