
সিঙ্গাপুর সিটি: সিঙ্গাপুরে সরকারি কর্মকর্তারা নিজেদের কর্মক্ষেত্রে ব্যবহৃত কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। দেশটির দৈনিক স্ট্রেইটস টাইমস এর খবর অনুযায়ী, ২০১৭ সালের মে মাস থেকে এই পদক্ষেপ কার্যকর করা হবে।
সরকারি ই-মেইল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ফাঁস করার মাধ্যমে নিরাপত্তা হুমকি প্রতিরোধে সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে।
এর ফলে সরকারি কর্মকর্তাদের ব্যবহৃত প্রায় ১ লাখ কম্পিউটার অফলাইন করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
কর্মকর্তারা ব্যক্তিগত ট্যাব কিংবা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কারণ এসব ডিভাইস সরকারি ই-মেইল সিস্টেমে প্রবেশ করতে পারে না।
ইতিমধ্যেই সরকারি প্রতিষ্ঠান ইনফোকম ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ নিজেদের কর্মকর্তাদের মধ্যে পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের বাস্তবায়ন শুরু করে দিয়েছে। সূত্র: টাইম
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই