সরকারি কর্মচারীদের বেতন ২৬ জুন

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা ও কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুন মাসের পেনশনের অর্থ ২৬ জুন তারিখে প্রদান করা হবে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরনীতে একথা জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা হতে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই