‘সরকারের ব্যর্থতা ঢাকতেই গণগ্রেফতার’

ঢাকা: গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী গণগ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে দেশব্যাপী গণগ্রেফতারের প্রতিবাদে আয়েজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ এখন ফ্যাসিবাদী সরকারের নিয়ন্ত্রণে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বাংলাদেশ এখন ফ্যাসিবাদী সরকারের নিয়ন্ত্রণে।’
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ